বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদর থেকে ২নং কুহালং ইউনিয়নে প্রবেশের একমাত্র সংযোগ সড়কের ওপর অবস্থিত প্রধান সেতুটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, এই সেতুর মাধ্যমে অন্তত ছয়টি পাড়ার মানুষের যাতায়াত নির্ভরশীল। প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, নারী ও বয়স্কসহ অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হচ্ছেন। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। সেতুর উপরিভাগ পিচ্ছিল হয়ে পড়ে এবং নিচের কাঠামো দুর্বল থাকায় হেঁটে পার হওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, একাধিকবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগী পরিবহন কিংবা গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এই সেতু বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা কেলিপ্রু মারমা বলেন, “এই সেতুই আমাদের একমাত্র ভরসা। কিন্তু এখন এটি মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত টেকসই একটি নতুন সেতু নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় ট্রাকচালক মিজান জানান, দীর্ঘদিন ধরে সেতুটির অবস্থা নাজুক। বর্ষা মৌসুমে গাড়ি পার করা তো দূরের কথা, হেঁটে চলাচল করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। সেতু দেবে যাওয়ার আশঙ্কায় প্রতিদিনই দুর্ভোগে পড়তে হয় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের।
ইউনিয়নের ভাঙামুরা এলাকার কৃষক মনির হোসেন বলেন, “কুহালং ইউনিয়ন থেকে বান্দরবান সদরে মালামাল পরিবহনের এটাই একমাত্র পথ। সেতুর বেহাল অবস্থার কারণে আমাদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে পৌঁছাতে পারছি না, এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছি।”
এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নতুন সেতু নির্মাণ অথবা বিকল্প নিরাপদ যাতায়াত ব্যবস্থার জোর দাবি জানানো হয়েছে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নেবে এবং কুহালং এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার বার্মিজ গরু জব্দ


