Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি কর্মশালা শুরু

সুফল চাকমা
আপডেট : December 10, 2025
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ উপজেলা পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের (প্রতিবন্ধী) সরকারি সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান এবং ক্ষমতায়নের লক্ষ্যে বান্দরবানে দুই দিনব্যাপী একটি অ্যাডভোকেসি কর্মশালা শুরু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বান্দরবান শহরের বিএনকেএস কনফারেন্স হলে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের অংশগ্রহণে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মুহুরী। তিনি বলেন, সরকারি সেবা পেতে হলে নির্ধারিত প্রক্রিয়া ও গাইডলাইন অনুসরণ করা জরুরি। হাসপাতালে চিকিৎসা নিতে প্রথমে টিকিট কেটে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। হাসপাতালের সমাজসেবা অফিসের মাধ্যমে দুঃস্থ ও অসহায় রোগীরা নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী বিভিন্ন সহযোগিতা পেতে পারেন।

তিনি আরও বলেন, সরকার প্রত্যন্ত এলাকায় প্রত্যেক ব্যক্তির কাছে সরাসরি পৌঁছাতে না পারলেও নির্ধারিত সেবাকেন্দ্রের মাধ্যমে সেবা নিশ্চিত করে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সন্তানের শিক্ষা সহায়তায় সরকার নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করছে। গাইডলাইন অনুসরণ করে আবেদন করলে প্রতিমাসে ৯৫০ টাকা হারে শিক্ষা বৃত্তি পাওয়া যায়।

উপ-পরিচালক মিল্টন মুহুরী আরো বলেন আয়বর্ধক কাজে বিনিয়োগের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের স্বল্পসুদে ঋণ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে পুনরায় ঋণ গ্রহণের সুযোগ রয়েছে। এ ছাড়া চলাচলে অক্ষম বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক যন্ত্রপাতি প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে অনুদানসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়।

বিএনকেএস-এর সভানেত্রী নেমকিম বম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অ্যাডভোকেসি কর্মশালার প্রথম দিনে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অংচ মং মারমা, অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুস, বিএনকেএস-এর উপনির্বাহী পরিচালক উবানু মারমা, হেডম্যান থোয়াই হ্লা প্রু মারমা, বিএনকেএস-এর ট্রেনিং অফিসার পারমিতা চাকমা, প্রকল্প ম্যানেজার ভানমুনসিয়াম বম, সাংবাদিক সুফল চাকমাসহ বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা।

আরো পড়ুন→বান্দরবান ৩০০ আসনে এনসিপির প্রার্থী মংসা প্রু (চৌধুরী)