(২৭ অক্টোবর) মঙ্গলবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুর পাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান উৎসবে অংশগ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং।

তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সময় এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বলে জানাজায়। এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মীয়গুরুদের আশীর্বাদ গ্রহণ করেন। স্থানীয়দের সথে মতবিনিময় করেন। ধর্মীয় প্রার্থনায় অংশগ্রহণ করেন। চীবর দানসহ বৌদ্ধ বিহারের আর্থিক সহায়তা প্রদান করেন।

আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং–কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়জকরা

আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং–কে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন তার এক শুভাকাঙ্খী


ধর্মগুরুদের থেকে আশীর্বাদ ও উপদেশ গ্রহণ করছেন তিনি

ধর্মীয় প্রার্থনায় আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং ও তার সফরসঙ্গীরা

বক্তব্য প্রদান কালে

কেএসময় অনুষ্ঠানে তার সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছোমং মারমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবাসিং মারমা, নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শম্ভু কুমার তঞ্চগ্যা, পাহাড় কন্ঠ ডটকমের প্রকাশক মাহবুব হাসান খাঁন বাবুল, প্রকৃতি বড়ুয়া প্রমূখ।