নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং এর সাথে সাধারণ জনগন ও ধুংড়ী হেড়ম্যান পাড়াবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রবিবার (২৭ অক্টোবর) রাত ৮টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ধুংড়ী হেডম্যান পাড়ায়, পাড়াবাসী এবং সর্বস্থরের জনগনের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। এসময় তিনি উপস্থিত এলাকাবাসীর সার্বিক খোঁজ খবর নেন।

সভায় প্রধান অতিথি কে এস মং বলেন-নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন গ্রামের ছোট খাটো রাস্তাঘাট,পানি সরবরাহ সমস্যা যদি থাকে তাহলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মাধ্যমে তার সমাধান করা হবে।
এবং সর্ব সাধারণের সেবা ও সহযোগিতার আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে।
এসময়ে মতবিনিয় সভায় আরোও উপস্থিত ছিলেন, উচমং মার্মা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী ফোরাম, চথুই মং মার্মা সাবেক ভাইস চেয়ারম্যান থানচি উপজেলা পরিষদ, ধুড়ী হেডম্যান পাড়া কারবারী- বাবু চাইছিং অং মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা জনসংহতি সমিতি সভাপতি বাবু মং মং মার্মা, সাবেক সভাপতি নিউহ্লা মং মার্মা এবং বাবু মংনু হেডম্যান ও পাড়া গন্যমান্য ব্যক্তিবর্গ।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–কে সামনে রেখে ৭ উপজেলার দুর্গমের বসবাসরত জনগোষ্ঠীর কাছে ছুটে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। এর আগে রুমা উপজেলার দুর্গম এলাকা গুলো পরিদর্শন করেন তিনি।
আরো পড়ুন→থানচিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতের নায়েবে আমির এ্যাড আবুল কালাম


