বান্দরবানে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচির আয়জন করেছে শিশু উন্নয়ন প্রকল্প বান্দরবান।
শুক্রবার (১০ অক্টোবর) জেলা সদরের উজানিপাড়াস্থ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক লাল দাওত সাং বমের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রকল্পের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রেজেন্টেশন, মুক্ত আলোচনা ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক স্বাস্থ্য একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের অন্যতম প্রধান উপাদান। শিশু-কিশোরদের মানসিক বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৯৯২ সাল থেকে প্রতি বছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালিত হচ্ছে। ২০১৮–১৯ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় ভুগছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোগান্তি দেখা যায় ডিপ্রেশন (বিষণ্নতা) ও অ্যাংজাইটি (উদ্বেগ)–এ আক্রান্তদের মধ্যে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র ধারাবাহিক অভিযানে ১৫ বার্মিজ গরু জব্দ


