নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ সনাতন ধর্মের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসবে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির শুভেচ্ছা ও উপহার পেয়ে খুশি নাইক্ষ্যংছড়ি শ্রী শ্রী হরি মন্দির দুর্গাপূজা কমিটি। বুধবার ১ অক্টোবর সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি শ্রী শ্রী হরি মন্দিরে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
বান্দরবানের জেলা বিএনপির আহবায়ক সাচিং প্রু জেরির নির্দেশনায় উপজেলা বিএনপি’র পক্ষ থেকে মন্দির শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।
এই সময়,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহম্মদ,উপজেলা কৃষক দলের সভাপতি আলম ফরাজী,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম,বিএনপির সিনিয়র নেতা সাইফুদ্দিন বাহাদুর,জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবল খেলোয়াড় ওছাই মং মার্মা, উপজেলা যুবদল নেতা ডা: মিজান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রশিদ,উপজেলা ছাত্রদল সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাহাদাত, খোকন আকবর, মোঃ হাশেম,কামালসহ যুবদল,ছাত্রদল, কৃষকদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় নেতৃবৃন্দরা বলেন,‘আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মন্দির এলাকায় নিরাপত্তা সহযোগিতা দেব।
প্রশাসনের পাশাপাশি বিএনপির কর্মীরাও সর্বাত্মকভাবে পাশে থাকবে, যাতে পুজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
শুধু উপহার সামগ্রী দিয়েই আমাদের দায়িত্ব শেষ নয়, আমাদের বিএনপির সহকর্মীরা নিজেরাই প্রতিটি মন্দির পরিদর্শন করব।কোথাও কোনো অসুবিধা থাকলে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করব।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি বিজিবি’র ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ