বান্দরবান রোয়াংছড়ি উপজেলার, ২নং তারাছা ইউনিয়নে ২নং ওয়ার্ড তালুকদার পাড়ায় সামজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং। এসময় পাড়ার বাসিন্দারা বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমেে প্রধান অতিথিকে স্বাগতম জানান।
শনিবার (২০ আগস্ট)সকাল ১১ টায় তালুকদার পাড়ায় বৌদ্ধ বিহারে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত বৌদ্ধ বিহারের সীমা ঘরের স্থাপন পরিদর্শন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং বলেন, ইতিমধ্যে জনস্বার্থে নিজ উদ্যোগ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান খাদ্য শস্য বিতরণ করেছি। এই পাড়ায় আগামী ২৬শে সেপ্টেম্বর,অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সম্পূর্ণ ফ্রী চিকিৎসা ও ঔষধ এবং চশমা প্রদান করার ব্যবস্থা করেছি। এই কার্যক্রম বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হবে।আপনাদের প্রতি কৃতজ্ঞ আমার সম্মানার্থে এই আয়োজন করেছেন। আমি এই জনপদে দলমত নির্বিশেষে সকল জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবো। আশা করি আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ দিবেন।
উক্ত অনুষ্ঠানে আর সভাপতিত্ব করেন,বিহার অধ্যক্ষ পজ্ঞা ভান্তে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,পাইন্দু ইউপি চেয়ারম্যান,উহ্লামং,তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মার্মা,রুমা সদর ইউপি চেয়ারম্যান অংসিংনু মার্মা,সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা,অধিবাসী ফোরামের,ক্যসামং মার্মা,উছো মং মার্মা,চাইংহলাউ মার্মা প্রমুখ।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ