1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫  - paharkantho
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার রহস্য উদঘাটন বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর বান্দরবানে এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি-অর্থ আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজের আহ্বান হাইকমিশনার প্রণয় ভার্মার বান্দরবানে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পাহাড়কণ্ঠের বর্ষপূর্তি পালিত মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে মাঠে নেমেছে জেলা পরিষদ বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা, মুমূর্ষ অবস্থায় উদ্ধার
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

Registration link:https://sports-bangla.com/event/bandarban-hill-half-marathon-2025

বান্দরবানে অনুষ্ঠিত সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ 

আরাফাত খাঁন
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১৬ জন নিউজটি পড়েছেন

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা, শান্ত-নিবিড় পাহাড় ও নদীর মিলনস্থল বান্দরবান আজ শুধু পর্যটনের জন্য নয়—খেলাধুলার জন্যও এক অনন্য সম্ভাবনাময় জেলা। পাহাড়ি ও সমতলের মানুষের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এ জেলা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখে চলেছে। তরুণ প্রজন্মকে সুস্থ, বলিষ্ঠ ও শৃঙ্খলাপরায়ণ করে গড়ে তোলার অন্যতম হাতিয়ার হলো খেলাধুলা।

এই প্রেক্ষাপটে, বান্দরবান সেনা জোনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন এবং সম্মিলিত ক্রিয়া পরিষদ বান্দরবানের সার্বিক সহযোগিতায় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা ও ফানুস উত্তোলনের মাধ্যমে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান জোন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হুমায়ূন রশিদ (পিএসসি), নবাগত জোন কমান্ডার বান্দরবান সদর জোন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ শহীদুল্লাহ কায়সার, পিপিএম (বার), পুলিশ সুপার বান্দরবান পার্বত্য জেলা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর এম এম ইয়া‌সিন আজিজ, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি উপজেলা ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি। যিনি শুধু একজন সেনা কর্মকর্তা নন, বরং বেসামরিক পরিমণ্ডলেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা, সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা সর্বত্র প্রশংসিত।

এসময় আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বাচ্চু, সভাপতি বান্দরবান প্রেস ক্লাব, টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান জনাব রফিকুল আলম মামুন, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম রেজা, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল, সেক্রেটারি থুইসিং প্রু লুবু ও সদস্য ইমতিয়াজ আজাদ প্রমুখ।

প্রধান অতিথি জনাব শামীম আরা রিনি বলেন—”বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এমন ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

আমি বান্দরবান সেনা রিজিয়ন, জোন সদর ও সম্মিলিত ক্রীড়া পরিষদকে ধন্যবাদ জানাই এ মহৎ আয়োজনের জন্য। আশা করি, সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্ট তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে, মাদক ও কুসংস্কার থেকে দূরে রেখে সুস্থ জীবনধারায় এগিয়ে দেবে। জয়-পরাজয় খেলাধুলার অংশ হলেও সবচেয়ে বড় জয় হলো ন্যায্য খেলা ও স্পোর্টসম্যানশিপ বজায় রাখা।”

আয়োজকরা জানিয়েছেন—বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোনের দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা, ক্রীড়াবান্ধব মানসিকতা এবং আপ্রাণ প্রচেষ্টায় এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে ও সদর জোনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, যা নিঃসন্দেহে স্থানীয় ক্রীড়া চর্চাকে এগিয়ে নেবে।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা পাহাড়ি-সমতলের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা–২০২৫ এর আনুষ্ঠানিক শুরু হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে।

আজকের উদ্বোধনী খেলায় উভয় দল গোলশূন্য ড্র করে খেলার সমাপ্তি ঘটে।

এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে—বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সদর উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, রুমা উপজেলা, থানচি উপজেলা, আলীকদম উপজেলা এবং লামা উপজেলা।

উল্লেখ্য, ইতিপূর্বে উপজেলার অধীনস্থ ইউনিয়ন, ওয়ার্ড এবং পাড়াভিত্তিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে উপজেলার সেরা দলগুলো নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন চলছে।

আরো পড়ুন→ঘুমধুম সীমান্ত থেকে ৩০হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

call now: 01872-699800

© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a