নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ৩ সেপ্টেম্বর) বিকাল ৪ার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির আয়োজনে নাইক্ষ্যংছড়ি কলেজ থেকে এক র্যালি বের হয়।
র্যালিটি নাইক্ষ্যংছড়ি থানার মোড় ও রেস্ট হাউস মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মনিরুল হক মুনু, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল কাসেম,বান্দরবান জেলার সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদকবিও উপজেলা বিএনপির নেতা সাইফুদ্দিন বাহাদুর, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইয়াহিয়া খানঁ মামুনসহ উপজেলা বিএনপি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা ও ইউনিয়নের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে বাধা দেয়া হত।
দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল দল আজকের এ বর্ণাঢ্য র্যালি তা প্রমাণ করে।
আগামীতে দেশ পরিচালনায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণ মানুষ নিয়ে কাজ করবেন বলে ব্যক্ত করেন বক্তারা।এর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ও ইউনিয়ন থেকে বিভিন্ন খন্ড খন্ড মিছিল এসে নাইক্ষ্যংছড়ি কলেজ মাঠে জড়ো হয়।
আরো পড়ুন→রুমায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত