নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্বামীর সাথে অভিমান করে কীটনাশক পানে গৃহবধুর মৃত্যু হয়েছে। অনেকে বলেছেন এটি রহস্যজনক মৃত্য।
মৃত গৃহবধুর ইয়াসমিন আক্তার (১৯) স্থানীয় চাকঢালার মেহেরপুরের প্রধানঝিরির সৈয়দ হোসেনের দ্বিতীয় স্ত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে অভিমান করে বিষ পান করে আত্মহত্যা করেন তিনি।
রোববার ( ১০ আগষ্ট) বিকেল ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
গৃহবধুর স্বামী সৈয়াদ হোসেন জানান, গত শুক্রবার দুপুরে স্ত্রী ইয়াসমিন দুপুরের খাবারের পর ধানক্ষেতের পাশের আগাছা নিধনের জন্যে এনে রাখা বোতলটি দেখে স্পিড ভেবে পান করে কিছু অংশ। মুলত এটি ছিল এসিড জাতীয় তরল পদার্থ।
সাথে সাথে সে ঢলে পড়ে। প্রথমে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলেও কতৃপক্ষ তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ২ দিন চিকিৎসার পর আজ বিকেলে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তবে মৃতের পারিবারিক সুত্র জানান, তাকে নির্যাতনের পর বিষ খাইয়ে মারা হয়েছে। সঠিক ভাবে ময়নাতদন্তের পর রহস্য বেরিয়ে আসবে। তার স্বামী তাকে নিয়মিত নির্যাতন করতো।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো:মাশরুরুল হক জানান জানান, মৃতের স্বামী ২ স্ত্রী। লোকমুখে জেনেছেন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার পর অভিমান করে বিষপানে মারা গেছেন এই গৃহবধূ।
এ বিষয়ে মৃতের পিতা গোলাম হোসেন এর আবেদনের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন। তবে তা নিশ্চিত করা যাবে অভিযোগ পেলে তদন্ত শেষে।
আরো পড়ুন→রাঙামাটিতে মিথ্যা মামলা ও বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন