রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বগালেক ও প্রফুমক সড়ক পাড়া এলাকায় মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাজার করার উদ্দেশ্যে রুমা বাজারে যাওয়ার সময় পথচারীরা সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে, রুমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির মাথায় রক্তের দাগ ছিল এবং তার পরনে লাল রঙের কাপড় ছিল। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সরওয়াদী জানান,মরদেহটি উদ্ধার করতে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে। এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরো পড়ুন→রুমায় চার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বরাদ্দকৃত খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ