Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে মেধাবী শিক্ষার্থী, দুস্থ ও মাইন বিষ্ফোরণে আহতদের মাঝে বিজিবির সহায়তা প্রদান

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিষ্ফোরণে আহত, মেধাবী শিক্ষার্থী ও দু:স্থসহ শতাধিক অসহায়দের সহায়তা দান করলেন ১১ বিজিবি।

সোমবার ( ২১ জুলাই) দুপুরে ১১ বিজিবির জোন সদর মিলনায়তনে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ছিল অর্থ,শিক্ষার্থীদের ব্যাগ,কলমসহ আরো বেশ উপকরণ।

সংক্ষিপ্ত বক্তৃতায় ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, বাংলাদেশ সীমান্তে সীমান্তরক্ষীগণ নিজেদের দায়িত্ব পালন করছে নিরলসভাবে। বিশেষ করে রোহিঙ্গা পারাপার, চোরাকারবার রোধ ও সীমান্তে লোকজন যেন না যান তার কঠোর হস্তে দমন করছে বিজিবি।

কিন্তু কিছু লোকজন না বুঝে সীমান্তে গিয়ে মাইন বিষ্ফোরণে আহত হচ্ছে। যে স্থলমাইন গুলো বসিয়েছে মিয়ানমারের একটি বাহিনী। যা তাদের স্বার্থেই বসানো হয়। সুতারাং এখন থেকে আর কোন বাংলাদেশী যেন মিয়ানমার সীমান্তে না যান তা খেয়াল রাখতে হবে।

এজন্যে আর কোন বাংলাদেশী নাগরিক যেন সেখানে না যাস তা তিনি কঠোরভাবে নিষেধও করেছেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল,এডি আল-আমিন সহ ১১ বিজিবির উর্ধ্বতন কর্মকর্তা।