1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪ দিনের মাথায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-২  - paharkantho
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে পর্যটন সড়ক বেহাল, জনশূন্য পাহাড়ে সড়ক উন্নয়ন বান্দরবানে সাংবাদিকদের সথে এনসিপির নবগঠিত কমিটির মতবিনিময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহরণের ৪ দিনের মাথায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার,আটক-২ 

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
ভুক্তভোগী সৈয়দ নূর

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ উখিয়ার যুবক ছৈয়দ নুর’কে ডেকে নিয়ে অপহরণ, ৪ দিনের মাথায় মুখে স্কচটেপ লাগানো, হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় মৃতদেহটি নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের গহীণ পাহাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক রোহিঙ্গা যুবক সহ দুইজন’কে গ্রেফতার করেছে পুলিশ।

২১ জুলাই (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত আটক আসামীদের দেয়া তথ্যমতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজুখাইয়া ফকির পাড়া সংলগ্ন গহীণ পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হকের নেতৃত্বে থানা পুলিশ ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের আইসি মো: জাফর ইকবালের যৌথ পুলিশের দল এই উদ্ধার অভিযান চালান।

নিহত ছৈয়দ নুর উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দরগাহ বিল বাগান পাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে। সে সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা করে জীবিকা নির্বাহ করতো। পূব লেনদেনের হাওলাতি টাকা বাবত সিগারেট দেয়ার কথা বলে প্রধান অভিযুক্ত আসামী ইসমাঈল ফোন করে ছৈয়দ নুরকে ডাকেন। তখন নিজের মোটর সাইকেল চালিয়ে আমতলী ছড়ায় যান ছৈয়দ নুর। ওখান থেকে বাইশফাঁড়ী যাওয়ার কথা বলে সেই দিনই গহীন পাহাড়ে নিয়ে মুখে স্কচটেপ লাগিয়ে, হাত-পা বেঁধে হত্যা করা হয় তাকে।

ছৈয়দ নুরের স্ত্রী জোবাইদা বেগম(২২), ফারজানা ইয়াসমিন মুন্নি সাড়ে ৫ ও জান্নাতুল ফেরদৌস উর্মি নামের আড়াই বছর বয়সী দুই কন্যা সন্তান রয়েছে।

নিহতের খালাতো ভাই উখিয়ার দরগাহ বিল গ্রামের আবদুস সালাম জানান, গত শুক্রবার জুমার নামাজের পর ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া এলাকার অচিয়র রহমানের ছেলে ঈসমাঈল ব্যবসায়িক কথা আছে এবং টাকা দেবে বলে মোবাইল ফোনে কল দিয়ে ছৈয়দ নুর’কে ডেকে নিয়ে যান।

এ ঘটনা নাইক্ষ্যংছড়ি ও ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে সন্ধিগ্ধ আসামী মো: ঈসমাইল’কে গ্রেফতার করে ঘুমধুম পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে আটক ইসমাইলের দেয়া তথ্যমতে আরও এক রোহিঙ্গা যুবক’কে আটক করেন পুলিশ।দুইজনের দেয়া তথ্যে অপহরণের ৪ দিনের মাথায় ছৈয়দ নুরের মৃতদেহ উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাশরুরুল হক জানান,গত ১৯ জুলাই অপহরণের অভিযোগে নাইক্ষ্যংছড়ি থানায় অপহ্নত ছৈয়দ নুরের স্ত্রী জোবাইদা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যে ঘুমধুমের পাহাড় থেকে লাশ উদ্ধার করা হয়েছে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। অপহরণ ও হত্যার ঘটনায় দুইজন’কে গ্রেফতার করা হয়েছে।এরা হলেন,প্রধান অভিযুক্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজুখাইয়া গ্রামের বাসিন্দা অচিয়র রহমানের ছেলে ইসমাইল (৩০) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১’র সি ব্লকের আশ্রিত রোহিঙ্গা আলী উল্লাহ ও শামসুন্নাহার দম্পতির ছেলে রহমত উল্লাহ (৩০)।তার ব্লক মাঝি মো: আয়াস।তদন্ত চলছে,বাকি আসামীদের গ্রেফতার ও নিহতের মোটর সাইকেল উদ্ধারে পুলিশী অভিযান চলমান রয়েছে।

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a