নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি)’র অভিযানে বাংলা মদ ও সিএনজিসহ এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ মামুনুর রশিদ (২৫), পিতা- ফরিদুল আলম, গ্রাম- শাহ আহমদ পাড়া, ওয়ার্ড-৪, পোস্ট-গর্জনিয়া, থানা-রামু, জেলা- কক্সবাজার।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও তল্লাশির অংশ হিসেবে আদর্শগ্রাম চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ৪০ লিটার দেশীয় বাংলা মদ, ১টি সিএনজি এবং ১টি মোবাইল সেটসহ মামুনুর রশিদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছে বিজিবি।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা নম্বর-০৭, তারিখ-১৬ জুলাই ২০২৫ ইং, একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,মাদক,চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে ১১ বিজিবি নিয়মিতভাবে তৎপর রয়েছে। দেশের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন→সীমান্তবর্তী এই উপজেলার চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে চোরাচালান ও মাদক পাচার: ইউএনও