থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) অর্থায়নে, পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নের, পরিবেশ বিষয়ক প্রকল্পের আওতায় বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইআরআরডি-করলিয়া প্রকল্পের অন্তর্ভূক্ত ওয়াক-চাকু পাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইআরআরডি-করলিয়া প্রকল্পের উপজেলা সমন্বয়কারী, জেমস বম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
এছাড়া উপজেলা বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মকর্তা, ইআরআরডি-করলিয়া প্রকল্পের অন্তর্ভূক্ত ওয়াক-চাকু পাড়া ডব্লিউসিআরসি কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।