থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচি প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হিমংপ্রু মারমা (হাইসিংনু) এর মমতাময়ী মাতা ওয়াইচিং মারমা পরলোক গমন করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি থানচি প্রেসক্লাব সমবেদনা জানিয়েছেন।
রবিবার সকালে থানচির বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ৬৫ বছর বলে জানাযায়।
সাংবাদিক হিমংপ্রু মারমা বলেন, বহুদিন ধরে তার মা বার্ধক্যজনিত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ রবিবার সকালে নিজ বাড়িতে তার মা মারা যান।
প্রয়াত মেওয়াইচিং মারমা শেষকৃত্যানুষ্ঠান আগামীকাল সোমবার বিকালে বলিপাড়া শাশনে সম্পন্ন করার কথা রয়েছে। মায়ের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সাংবাদিক হিমংপ্রু মারমা।
আরো পড়ুন→বান্দরবানের থানচি-রুমা পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার