Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান লকডাউনেও সক্রিয় ইয়াবা কারবারি’রা ৪৮ পিছ ইয়াবাসহ দুইজন আটক

এম এইচ বাবুল খাঁন
আপডেট : July 10, 2020
Link Copied!

বান্দরবানের প্রবেশদ্বার রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে ৪৮ পিছ  ইয়াবাসহ দুই যুবক কে আটক করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার(৯জুলাই)আনুমানিক রাত ৮ঃ৩০ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে সুয়ালক হতে জেলা সদরে আসার পথে,রেইছা সেনাবাহিনীর চেক পোষ্টে কর্তব্যরত যৌথ বাহিনীদের সন্দেহ হলে তাঁদের তল্লাশি চালায়।এসময় দুইজনের কাছ থেকে ৪৮ পিছ ইয়াব ও১টি মোটরসাইকেলসহ আটক করে যৌথ বাহিনী।

আটককৃত’রা হলেন মোঃ সাইফুল ইসলাম (২০) পিতা- ইদ্রিচ আলী ও মোঃ ফয়সাল (২১) পিতা- মোঃ নাহিদ হোসেন দুজনের বাসা বান্দরবান পৌরসভার,৯ নং ওয়ার্ড ইসলামপুরের বাসিন্দা।

সূত্র থেকে জানা যায়,উক্ত দুই যুবক সুয়ালক  থেকে ইয়াবা নিয়ে মোটরসাইকেল যোগে জেলা সদরে আসার পথে রেইছা সেনাবাহিনীর চেকপোস্টে আসলে,রেইছা চেকপোস্টের দায়িত্বরত যৌথ বাহিনীর সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে ৪৮ পিচ ইয়াবা পাওয়া যায়।

পরে একটি মোটরসাইকেল ও ইয়াবাসহ দুই জনকে আটক করে  বান্দরবান সদর থানায় হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানা পুলিশ বলেন মামলারুজু প্রতিক্রিয়াদিন।