রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসনে আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার প্রশাসনিক চত্বরে আয়োজন করা হয়, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।
এতে বাংলাদেশ সেনাবাহিনী,সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ব্যক্তি বর্গ, সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরে জনগণ অংশ গ্রহণ করেন।
পড়ে উপজেলা পরিষদ চত্বরে শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং পহেলা বৈশাখের মূল আকষর্ণ খানা ব্যবস্থা করা হয়, উপজেলা প্রশাসন থেকে।
রুমা উপজেলা নিবার্হী কর্মকর্তা আনান চৌধুরী বলেন, নববর্ষ রুমা উপজেলার ১৪টি জাতির উৎসব। এ উৎসবের মাদ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নিবিশেষে একত্রিত হই,আনন্দ ভাগাভাগি করি,এবং রুমা উপজেলার সকল জাতিকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান নিয়োজিত ৯ শ্রমিক আটক