নিজস্ব প্রতিবেদকঃ বুধবার বিকেলে বান্দরবান পৌর সদরের বালাঘাটা এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান হযরত আয়েশা ছিদ্দিকা (রা) আদর্শ মাদরাসার আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে এসএসসি ও সমমান ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী মেম্বার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বান্দরবান পৌর শাখার আহ্বায়ক আশরাফুর রহমান, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন রাজু, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মোরশেদ, মামুন হাওলাদারসহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল্লাহ।

অতিথিদের হাত থেকে পরীক্ষার সরঞ্জামাদি উপহার হিসেবে গ্রহণ করেছেন পরীক্ষার্থীরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং তাদের নিকট পরীক্ষার সরঞ্জামাদি উপহার হিসেবে প্রদান করেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা মসজিদের খতিব মাওলানা শহীদুল ইসলাম।
আরো পড়ুন→বিএনপি’র পক্ষ থেকে সুয়ালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ