সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন বাঁধের পানিতে গোসলে নেমে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু নাইক্ষ্যংছড়িতে বর্ণিল আয়োজনে সাংগ্রাই পোয়ে উৎসব পালন সীমান্তে মরণফাঁদ: নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে চোরাই গরুর সর্বনাশ। জলকেলি উৎসবে আরকান আর্মির উপস্থিতি নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অপহৃত চবির ৫ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশের সার্বভৌম সীমা লঙ্ঘন করে বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি পার্বত্য চট্টগ্রামে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ মার্কিন দূতাবাসের শত অনিয়মে নিমজ্জিত রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ 
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে নারীদের আত্মরক্ষায় YDSB এর বিশেষ ওয়ার্কশপের আয়োজন।

আব্দুল্লাহ মোহাম্মদ তাজ উদ্দীন
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩১৭৬ জন নিউজটি পড়েছেন

বান্দরবান প্রতিনিধিঃ আর্টিভিজম অ্যাগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট”যার মূল উদ্দেশ্য ছিলো – শিল্পের মাধ্যমে প্রতিবাদ এবং নারীদের আত্মরক্ষা ও করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি।

বান্দরবান সদরে সাংঙ্গু নদীর পাড়ে (YDSB) পক্ষ থেকে গত (১৪ মার্চ) শুক্রবার দুপুর সাড়ে ৩টায় একটি বিশেষ ওয়ার্কশপ এর আয়োজন করা হয়।

ওয়ার্কশপটির ছিল “আর্টিভিজম অ্যাগেইনস্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট: নারীদের আত্মরক্ষার জন্য জাপানিজ কারাতে, চিন্তা, চ্যালেঞ্জ ও সমস্যা সমাধান”। বান্দরবান উজানীপাড়া সাংঙ্গু নদী পাড়ে কর্মশালা হয়, যেখানে বিভিন্ন সেক্টরের প্রফেশনালরা অংশগ্রহণ করেন।

আত্মরক্ষার জন্য জাপানিজ কেরাতে শেখানো হয় উক্ত প্রশিক্ষণে।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা যৌন হয়রানির বিরুদ্ধে জাপানিজ কারাতে, দো এবং বিভিন্ন প্রতিকার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এই ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা সমাজে যৌন হয়রানি মোকাবেলায় অধিক সচেতনতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর মনযোগ দেন।

প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন, সোতোকান কারাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৬ষ্ঠ শ্রীলঙ্কা তে ব্রোঞ্জ মেডেল এবং ৭ম আন্তর্জাতিক কলকাতা কারাতে চ্যাম্পিয়নশিপে ১টি গোল্ড মেডেল প্রাপ্ত বান্দরবান কারাতে ক্লাবের সদস্য মেসাইওয়াং মার্মা। এছাড়া YDSB প্রোগ্রাম অফিসার চিংহ্লামং মার্মা, প্রজেক্ট অফিসার ছমিরা আক্তার শিরিন এবং বান্দরবানের বিভিন্ন বয়সের যুবকরা ও YDSB সদস্যরা উপস্থিত ছিলেন।

মেসাইওয়াং মার্মা বলেন, আমাদের সমাজে নারীরা নানা ক্ষেত্রে হেনস্তার শিকার হন। জাপানিজ কারাতে জানলে নারী নিজেকে বিপদজনক পরিস্থিতি থেকে সহজে রক্ষা করতে পারেন। বর্তমান সমাজে নারীর নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। নারীরা কোথায় নিরাপদ, সে বিষয়ে কেউ কিছু বলতে পারে না। তাই নারীর আত্মরক্ষায় কারাতে শেখা ছাড়া আর কোনো বিকল্প নেই।

ওয়ার্কশপে অংশগ্রহণকারী সাবরিনা আক্তার জেনী বলেন, যৌন হয়রানি কোনো ব্যক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা এবং এর বিরুদ্ধে লড়াই করতে হবে সম্মিলিতভাবে। এই কর্মশালায় উপস্থাপন করেন রাজনৈতিক স্থিতিশীলতা, সন্তানের প্রতি সচেতনতায়, অতিরিক্ত বিশ্বাস না করা, সাংবিধানের সচেতনতায় এবং সঠিক বিচার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার নানা উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।”

রুংথইন ম্রো বলেন, বাংলাদেশে যৌন হয়রানি একটি চলমান সমস্যা। মাগুরায় আছিয়া নামে একটি শিশু হত্যার শোক চলছে। আছিয়া বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে আছিয়া। আমাদের উচিত আজকের মতো কর্মশালার আয়োজন করে স্কুলে স্কুলে ক্যাম্পিং করার উদ্যোগ গ্রহণ করা।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত জানান সাংবাদিকদের কাছে। এটি ছিলো YDSB’র একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা যৌন হয়রানি মোকাবেলায় সচেতনতা বিশেষভাবে ভূমিকা রাখবে।

আরো পড়ুন→নাইক্ষ‍্যংছড়ি সদর জামায়াতে ইসলামী’র উদ‍্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
RocketplayRocketplay casinoCasibom GirişJojobet GirişCasibom Giriş GüncelCasibom Giriş AdresiCandySpinzDafabet AppJeetwinRedbet SverigeViggoslotsCrazyBuzzer casinoCasibomJettbetKmsauto DownloadKmspico ActivatorSweet BonanzaCrazy TimeCrazy Time AppPlinko AppSugar rush
error: Content is protected !!