থানচি প্রতিনিধিঃ শুক্রবার সকাল অনুমানিক ৮ টায় বলিপাড়া ইউনিয়নের ক্যচু পাড়ার মংচিংসা মারমার ছেলে সাউচিং মারমা (৩৬) ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাথুইপ্রু মারমা বলেন, সাউচিং মারমা কাজে যাওয়ার পর তার বাড়িতে প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে এগিয়ে যেতে না যেতেই ঘরে সম্পূর্ণ আগুন ছড়িয়ে পড়ে এবং ঘর সম্পুর্ন পুড়ে যায়। কোন কিছুই উদ্ধার করা যায়নি। ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এসময় উক্ত বসতবাড়িতে কেউ উপস্থিত ছিলনা বলে জানা যায়।
বলিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মংশিংনু মারমা বলেন, ঘরে আগুন লাগার খবর জানতে পেয়ে ছুটে গিয়ে দেখি ততক্ষ সব ছাই হয়ে গেছে। লোকটি খুবই গরীব ও অসহায়, দিন মজুর হিসেবে কাজ করে জীবন যাপন করে। আজকে সকালেও কাজে চলে যাওয়ার পর তার ঘর আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৫০ হাজার টাকার মত হতে পারে।
আরো পড়ুন→এনআইডি ইসির অধীনে রাখার দাবিতে নাইক্ষ্যংছড়িতে নির্বাচন কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন