নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া অবিস্ফোরিত মোর্টাল শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সামরিক বাহিনীর বোমা ডিসপোজাল টিম।
সোমবার (১৭ফেব্রুয়ারী) বিকেলে ঘুমধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ তমব্রু বিওপির সামনে খালের পাশে নিরাপদ স্থানে রামু ক্যান্টেনমেন্ট’র কর্মরত ক্যাপ্টেন জিন্নাত আলমের নেতৃত্বে একটি বোম ডিসপোজাল টিম জনসাধারণের নিরাপদ দূরত্বে সেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
সোমবার সন্ধ্যায় এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি (অফিসার ইনচার্জ) মো: মাসরুরুল হক জানান, সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম নিখুঁতভাবে মোর্টাল শেলটি জনবসতির দূরত্বে সরিয়ে সফলভাবে বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি , এবং আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।