রুমা প্রতিনিধিঃ জেলার রুমা উপজেলা সড়ক পথে কাঁচামালবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় নমইংচং ম্রো-(১৬) নামক এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এবং মেনরাওম্রো নামক আরো এক কিশোর আহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১ ঘটিকায় মুরুং বাজার ও হেমাগ্রী পাড়ার মাঝপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নমইছং,ম্রো ১৬, রোয়াংছড়ি উপজেলার দলিয়ান পাড়া বাসিন্দা। তারা মোটরসাইকেল যোগে হেমাগ্রী পাড়া থেকে দলিয়ান পাড়ার দিকে ফিরছিলেন বলে জানা যায়।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় বান্দরবান থেকে রুমা গামী একটি মালবাহী পিকআপের ধাক্কায় এক জন প্রাণ হারান আরেকজনকে গুরতর আহত অবস্থায় একজনকে স্থানীয়রা বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান বলে জানা যায়।
এ বিষয়ে বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো পড়ুন→বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক সাচিং প্রু জেরী সদস্য সচিব জাবেদ রেজা