শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকায় এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে থানচিতে মিছিল সমাবেশ খাগড়াছড়িতে বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন বান্দরবানের দুর্গম পাহাড় থেকে অপহরণের ১৭ ঘন্টা পর অপহৃত সাত শ্রমিক উদ্ধার বান্দরবানের তিন উপজেলার পর্যটন কেন্দ্র খুলে দেয়ার চেষ্টায় কাজ করছে প্রশাসন: জেলা প্রশাসক নাইক্ষ্যংছড়ি বিজিবি’র যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক পাচারকারী আটক বান্দরবানে মুক্তিপণের দাবিতে ৭ জন অপহরণের অভিযোগ নাইক্ষ্যংছড়িতে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ থানচিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ইট ভাটায় ১ লক্ষ টাকা জরিমানা রুমায় ৯ বিজিবি কৃতক শীতার্তদের শীতবস্ত্র বিতরণ রামুতে ছাত্রলীগ নেতা কৃতক বন্দুক ঠেকিয়ে -যুবদল নেতাকে হুমকি
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে গোলটেবিল বৈঠক

সুফল চাকমা
  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৬৬ জন নিউজটি পড়েছেন

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ আমাদের একতা রুখতে পারে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা” এই প্রতিপাদ্য নিয়ে

২৫নভেম্বর -১০ডিসেম্বর ১৬দিন ব্যাপী” নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ পক্ষ”উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্টিত।

৮ডিসেম্বর(রবিবার) বিকালে বিএনকেএস হল রুমে এই গোল টেবিল বৈঠক অনুষ্টিত হয়।

মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে জেলার সরকারী,বেসরকারী, সুশীল সমাজের অংশীজন, সাংবাদিক, নারী, কিশোর -কিশোরীরা এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই গোলটেবিল বৈঠক শুভ সুচনা করা হয়।

আলোচনায় অংশ নিয়ে জেলা লিগ্যালএইড অফিসার(বান্দরবান জজকোর্টের সিনিয়র সহকারী জজ) হোসনে আরা বেগম বলেন কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। বান্দরবান জেলা জজ কোর্টে লিগ্যালএইড যে কোন ভুক্তভোগীকে সব ধরণের আইনি সহায়তা দিয়ে থাকেন। পরামর্শ, দেওয়া, আইনী সহায়তা, নারীদের সুরক্ষার জন্য সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হয়। পারিবারিক সুরক্ষার জন্য নারী-পুরুষকে এক সাথে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

বিএনকেএস এর নির্বাহী পরিচালক ও নারী নেত্রী হ্লাসিং নু মারমা তার বক্তব্যে বলেন, বিএনকেএস বান্দরবান জেলার একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন, গ্রাম পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি সামাজিক সচেতনতার সৃষ্টি করাও একান্ত জরুরী। সেক্ষেত্রে নারীরা একাই করলে হবে না সম্মিলিতভাবে নারীদের পাশাপাশি পুরুষের ভূমিকাও বড় অবদান রাখতে হবে। গণসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে সমাজের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। ব্যক্তির মনোভাব ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলে ধীরে ধীরে সমাজ পরিবর্তন হবে। আইনের সুষ্ঠু প্রয়োগ ও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত করে ও দ্রুত বিচার এবং শাস্তি প্রদানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে বলে আমরা মনে করি । তিনি আরো বলেন বিএনকেএস বিশ্বাস করে ক্ষুদ্র প্রচেষ্টা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, নাগরিক সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিক, হেডম্যান, কারবারীসহ সম্মিলিত উদ্যোগই নারী বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও নারী ও শিশুদের বিরুদ্ধে অন্যান্য সহিংসতা কমিয়ে আনতে ভূমিকা রাখবে এবং একটি সুন্দর সমাজ তথা সহিংসতা মুক্ত বান্দরবান ও দেশ গড়ে তুলতে পারবো।

গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যালএইড অফিসার(বান্দরবান জজকোর্টের সিনিয়র সহকারী জজ হোসনে আরা বেগম, বান্দরবান সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ডাঃ তাফনীন ফারহানা আহমেদ, বান্দরবান সদর থানার উপপরিদর্শক( এসআই) নাসির হোসেন, বোমাং সার্কেলের নারী হেডম্যান সানু চিং হেডম্যান, একেএস এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী ড নাই প্রু (নেলী) মানবাধিকার কর্মী অং চ মং মারমা, এ্যাডভোকেট উম্যাসিং মারমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চথুই প্রু মারমা প্রমুখ।

আরো পড়ুন >>>বান্দরবান জেলাপরিষদের নব নিযুক্ত চেয়ারম্যানের সাথে থানচি প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!