Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে নায্য মূল্য নির্ধারণ ও নানান দাবিতে রাবার ব্যবসায়ীদের আন্দোলন

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : November 26, 2024
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের রাবার বোর্ড কর্তৃক নির্ধারিত ২৮৮ টাকা দাম পাওয়া এবং দেশের বাহির থেকে রাবার আমদানিতে ৩০% কর নির্ধারণের দাবীতে আন্দোলনে নেমেছে বান্দরবানের বাইশারীর স্থানীয় রাবার বাগান মালিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে মানবন্ধনের পর ইউএনওর মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী জানান, রাবার বাগান মালিকদের দাবী দাওয়া যুক্তিক। বিষয় উর্দধতন প্রশাসনে অবহিত করা হবে।

এসময় রাবার বাগান মালিকরা জানান,বাইশারীতে সাদা সোনা হিসেবে খ্যাত রাবারের জন্য বিখ্যাত। যেখানে ১৫ হাজারের অধিক ভুমিতে রাবার চাষে অন্তত ৫০ হাজার মানুষের জীবিন জীবিকা চলে। এখানকার রাবার দেশের অর্থনীতে বিশেষ অবদান রাখছে।গত কয়েক বছর ধরে রাবারের দরপতনের কারনে বাগান টিকিয়ে রাখা দুষ্কর হয়ে পড়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাবার বাগান মালিক সমিতির আহবায়ক মোহাম্মদ রফিক বশরী,সদস্য সচিব জসিম উদ্দিন,রাবার বাগান মালিক আবুল কালাম,আবদুস সালাম, নুরুল হুদা, আলী মো: মিনহাজ ও জাফর আলম।

উল্লেখ্য, বর্তমানে সরকার নির্ধারিত ২৮৮ টাকার পরিবর্তে বাইশারী বাগান মালিকরা রাবার বিক্রি করে দাম পাচ্ছে ১৫০-১৬০ টাকা।

আরো পড়ুন >>>রুমায় বানি প্রকল্পের কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নের আশা