নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান এর দেয়া রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নাইক্ষংছড়ির উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে সম্প্রীতি জনসমাবেশ অনুষ্ঠিত হয় আজ।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সোনাইছড়ি বটতলী স্টেশন সংলগ্ন মাঠে সোনাইছড়ি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত জনসভায় ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আজিজ এর সঞ্চালনায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা। সভায় দুর্গম পাহাড় থেকে পাহাড়িদের আগমনে তিনি অভিভূত বলে জানান।

নাইক্ষ্যংছড়ি বিএনপির জনসমাবেশে মানুষের ঢল
তিনি আরো,যারা অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান, এবং দেশ নায়ক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ চুট্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাহাদুর, যুগ্ম সম্পাদক নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক মৌঃ সোমলতা আহমেদ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুছ, সদস্য সচিব জহির আহমেদ, ঘুমধুম ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম, যুগ্ম আহবায়ক মোঃ নুরুল হাসান আজাদ, দোছড়ি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ আয়াছ,উপজেলা যুব দলের আহবায়ক আবু সুফিয়ান চৌধুরী সোহেল,সদস্য সচিব আবু কায়ছার,আনোয়ারুল ইসলাম রাসেল, উপজেলা ছাত্র দলের আহবায়ক জিয়াবুল হক জিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
আরো পড়ুন >>>বান্দরবান সেনা জোন কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতর