রুমা প্রতিনিধিঃ শহীদ নূর হোসেন দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আন্দোলনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে রুমা ব্যাটেলিয়ন ৯ বিজিবি’র প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা হিসেবে ৩ প্লাটুন বিজিবি গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়ন করা হয়।
আজ রোববার সকাল থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯ বিজিবি’র সদস্যরা তিন প্লাটুন বিজিবি সদস্য মোতায়ন করা হয়।
সংশ্লিষ্টরা জানায়, ঐতিহাসিক দশ নভেম্বর শহীদ নূর হোসেন দিবসটিকে সামনে রেখে আজ রোববার আওয়ামীলীগ ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছিল।
অপরদিকে এ কর্মসূচি প্রতিহত করতে পাল্টা কর্মসূচির ঘোষণাও দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ।
এই আন্দোলনকে কেন্দ্র করে শনিবার দিবাগত রাত থেকেই রাজধানীসহ আওয়ামী লীগের দলীয় কার্যালয় বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
এই আন্দোলন ও সমাবেশকে কেন্দ্র করে উপজেলা তথা স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখবার লক্ষ্যে বিজিবি’র সদস্য মোতায়েন করছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
(আরো পড়ুন)