নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ সারাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। নাইক্ষ্যংছড়ি বাজার এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইতু’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় পলিথিন বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ২ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সম্প্রতি লক্ষ্য করা গেছে বাজারগুলোতে ব্যাপক হারে নিষিদ্ধ ও অবৈধ পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। এই পলিথিন পরিবেশের নীরব শত্রু ও ক্ষতিকারক। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এখন থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় নিয়মিত অভিযান পরিচালিত হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের এই নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে।
এসময় পরিবেশ রক্ষায় সকল ধরনের পলিথিন ব্যবহার বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।