নিজস্ব প্রতিবেদকঃ সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সৈয়দাবাদ এলাকায় নিজের স্ত্রীকে নিজে জবাই করে হত্যা করে পরে স্বামী নিজের মাকেও ছুরিকাঘাত করে। বিউটি আক্তার (৩০) নামে সেই গৃহ বধূ দুই সন্তানের জননী ছিল বলে জানা যায়। নিহত বিউটি আক্তার একই উপজেলার বৈলতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে। সেই ঘাতক স্বামী স্ত্রীকে হত্যার পর নিজের বৃদ্ধা মা শামসুন্নাহার (৭৫) কেও ছুরিকাঘাত করে আহত করলে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
ঘাতক মো. জমির উদ্দিন (৫৩) এলাকার মৃত নাছির উদ্দিন চৌধুরীর ছেলে। সে স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিল।
২৮ অক্টোবর রাত ৯ টার দিকে স্থানীয়দের সহযোগিতায় নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ও পাশাপাশি গুরুতর আহত বৃদ্ধা শামসুন্নাহারকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করেন বলে জানা যায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কি কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। স্থানীয়দের অনেকে ধারণা করছেন আর্থিক অনটনের কারনে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নিজ বাসভবনে বিল্ডিং এর কক্ষে স্ত্রীকে জ”বাই করে মাকেও ছুরি দিয়ে আঘাত করে জমির উদ্দিন। পরবর্তীতে এলাকাবাসী খুপ্ত হয়ে তার উপর চড়াও হলে সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্বেচ্ছায় আত্মসমর্পন করেন।