Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে তরুণীকে ধর্ষণের ঘটনাস্থল পরিদর্শন ক‌রলেন: নবাগত পু‌লিশ সুপার

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : October 21, 2024
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গত (১৭ অক্টোবর) বৃহস্পতিবার পাড়ার পাশে খালে ( বাইশারী খাল) খাবার পানি আনতে ও গোসল করতে গিয়ে এক পাহাড়ী তরুণী ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় (১৮অক্টোবর) অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ সোমবার (২১অক্টোর ) সকাল সাড়ে ১০টায় ঘটনা স্থল প‌রিদর্শন ক‌রে‌ছেন বান্দরবানের নবাগত পু‌লিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার পিপিএম বার।

পুলিশ সূত্রে জানা যায়,ধর্ষণের ঘনটাস্হল পরিদর্শনে শেষে পুলিশ সুপার কাওছার পিপিএম,বাইশারী তদন্তকেন্দ্রের সার্বিক পরিস্হিতি পর্যাবেক্ষণ করেন এবং পুলিশ তদন্ত কেন্দ্র ব্যারাক কম্পাউন্ড ও নিরাপত্তা পোস্ট পরিদর্শদনের পাশাপাশি পুলিশ তদন্তকেন্দ্র এলাকা ঘুরে দেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনার্থে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং পুলিশ ফাঁড়ি ক্যম্প ও থানার দায়িত্ব সকল অফিসার, ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সহিত দায়িত্ব পালন করার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

এসময় পরিদশনে আরও উপস্থিত ছিলেন,বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম) আব্দুল করিম, নাইক্ষ্যংছড়ি থানা’র নবাগত অফিসার ইনচার্জ ওসি মো: মাসরুরুল হক, ওসি (তদন্ত) আমজাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(আরো পড়ুন)

নাইক্ষ্যংছড়িতে মাদক ব্যবসার গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: আইন শৃঙ্খলা সভায় বক্তারা

https://paharkantho.com/news/23523