থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে রংধনু স্পোটিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট’২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার সময় বলি বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের মোট ৬টি দল অংশগ্রহণ করলেও ফাইনালে মামাভাগ্নে স্পোটিং ক্লাব বনাম সূর্যসন্তান স্পোটিং ক্লাবের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনালে ষাট মিনিট খেলার শেষের সূর্যসন্তান স্পোটিং ক্লাবকে ২-৩ গোলে হারিয়ে মামাভাগ্নে স্পোটিং ক্লাব জয় লাভ করে। এই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হোন মিঠুন পাল, সেরা গোলদাতা হিসেবে পুরস্কার পান মোঃ জসিম ও সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কার পান মোঃ ইউনুছ। উক্ত খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, রনি চাকমা, নয়ন ত্রিপুরা ও শুভ্রত ত্রিপুরা।
খেলার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা বিএনপির সভাপতি ও প্রধান অতিথি, খামলাই ম্রো। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া, থানচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেমবো ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের মেম্বার সজল কর্মকার ও বলি বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সোনাতন বড়ুয়া ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।