নিজস্ব প্রতিবেদকঃ খাগড়াছড়ির দীঘিনালায় সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পোমাং পাড়া এলাকায় স্বর্ণ কুমার ত্রিপুরা (৪৫) নামের একজনকে গুলি করে হত্যা করেছে দূর্বিতরা।
নিহত স্বর্ণ কুমার ত্রিপুরা পেশায় বাবুর্চি সে পোমাং পাড়া গ্রামের মৃত বদন কুমার ত্রিপুরার ছেলে।
রাতে পাড়া পাহারা দেয়ার কথা বলে বাড়ি থেকে বের হন তিনি আনুমানিক রাত দেড়টার দিকে গুলির শব্দ শুনতে পায় পাড়াবাসী সকালে তার মৃতদেহ পোমাংপাড়া রাস্তার ওপর পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশের ধারণা আঞ্চলিক রাজনৈতিক দলের কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।