নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানে মাদক মামলায় ম্যাংক্রাট মুরুং নামে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ উদ্দীন এ আদেশ প্রদান করেন।
সাজা প্রাপ্ত ম্যাংক্রাট মুরুং(৪৮), আলীকদম উপজেলার মাতামুহুরী রিজার্ভ মৌজা বড়বেতি পাড়া এলাকার মৃত রেংক্লেন মুরুং এর ছেলে।
আদালত সুত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৮ টায় কুরুকপাতা
ইউপির ৬নম্বর ওয়ার্ডের ২৩ বীর মেনদং আর্মি ক্যাম্পে সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়ন সদস্যদের চেক পোষ্টে ম্যাংক্রাট মুরুংকে
তল্লাশি করলে তার শরীরে ২০১৫ পিস নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবাসহ পাওয়া যায়। পরে পুলিশকে সোপর্দ করা হলে আলীকদম থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় দীর্ঘ যাচাই বাচাইয়ের পর আদালতে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আজ এই আদেশ প্রদান করেন।
আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী ইকবাল করিম সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ আদালতে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে এই আদেশ কার্যকর হবে বলে জানান তিনি।