নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির পৃথক অভিযানে গহীন পাহাড় থেকে ১১টি বার্মিজ গরু জব্দ করেছে বিজিবি।
বুধবার (৯ অক্টোবর) সকালে নাইক্ষংছড়ি ফুলতলী,লেম্বুছড়ি ও জারুলিয়াছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসার সময় পৃথক পৃথক অভিযানে গরু গুলো জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী, বিওপিলেম্বুছড়ি,ও জারুলিয়াছড়ি বিওপি টহদলের কমান্ডারদের নেতৃত্বে বিওপি হতে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে সীমান্ত শূন্য লাইনের পাশে বাংলাদেশের অভ্যন্তরে গহীণ পাহাড় থেকে মালিকবিহীন বার্মিজ ১১টি গরু
জব্দ করা হয়।
বিজিবির একটি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য,সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয়দের দাবি,বিজিবির চোখে ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে আসছে ঝাঁকে ঝাঁকে গবাদিপশু ও মাদকদ্রব্য। বিনিময়ে বাংলাদেশ থেকে যাচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল, ঔষুধ, চাউল, তরিতরকারি, মাছসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও মালামাল।
বাংলাদেশ থেকে যে পরিমাণ মালামাল মিয়ানমারে পাচার হচ্ছে এভাবে চলতে থাকলে দেশে এসব পণ্যসামগ্রী ও খাদ্য ঘাটতির আশঙ্কা করেন সচেতন মহল।
অনতিবিলম্বে সীমান্তে চোরাচালান বন্ধে করতে কঠিন প্রদক্ষেপ গ্রহনে সীমান্ত রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন জনসাধারণ।
নাইক্ষংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (১১ বিজিবি)’র অধিনায়ক লে,কর্ণেল সাহেল আহমেদ নোবেল বলেন,
মালিকবিহীন জব্দকৃত ১১টি গরু বিজিবি হেফাজতে রয়েছে।
নিলাম করার কার্যক্রম ব্যাটেলিয়নে প্রক্রিয়াধীন বলেও জানান।
এছাড়া তিনি আরো জানান, মাদক ও চোরাচালানসহ যে কোন অপরাধ দমনে বিজিবি সব সময় সর্তক রয়েছে। সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির নিয়ন্ত্রিত সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনস্থ সব সীমান্ত এলাকায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে ব্যাপক ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি।