Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে ওয়াগ্যোয়াই পোয়েঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রেমবো ত্রিপুরা
আপডেট : October 8, 2024
Link Copied!

থানচি প্রতিনিধিঃ “মাদক দূরীকরণ, শান্তি ও ঐক্যের জন্য ক্রীড়া” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের থানচিতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা) উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা সদর স্থানীয় ছান্দাক পাড়া মাঠে আমিয়াখুম একাদশ ক্লাব বনাম খিয়াং ছাত্রাবাস একাদশ ক্লাবের মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শক্তিশালী দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় অবশেষে খিয়াং ছাত্রাবাস একাদশকে ০-২ গোলের হারিয়ে আমিয়াখুম একাদশ বিজয় লাভ করে। এই টুর্নামেন্টে লক্ষনীয় বিষয় হল, এ যাবত কালের সর্বোচ্চ ২৮টি দল অংশগ্রহনের টুর্নামেন্ট অনুষ্ঠিত হল। খেলার পরিচালনা দায়িত্বে ছিলেন, মংপ্রু মারমা, অনিল ত্রিপুরা ও পলাশ কান্তি মল্লিক।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বলিপাড়া ব্যটালিয়ান (৩৮ বিজিবি) জোন অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ তৈমুর হাসান খাঁন, পিএসসি, এসি।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা প্রমুখ। এছাড়া ডাক্তার মংসিংশৈ মারমা, মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ফুটবল টুর্নামেন্টের কমিটি আহবায়ক নুমংপ্রু মারমা, মংশৈসিং মারমা’সহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ এবং উৎসুক খেলার প্রেমিক যুববৃন্দ ও অগুনিত দর্শকের উপস্থিত ছিলেন।

পরিশেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ অর্জনকারীদর হাতে ট্রফি তুলে দিয়ে বলেন, এই উপজেলা থেকে অদুর ভবিষ্যতে দেশের হয়ে জাতীয় দলের খেলবে একদিন। এলাকার ছেলেরা এলাকার সুনাম বয়ে আনবে একদিন। একই সাথে তিনি সম্প্রীতির বান্দরবান সম্প্রীতির বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।