নাইক্ষংছড়ি প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,
নাইক্ষংছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মো: আমজাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,
সহকারি পরিচালক,(এনএসআই,) মোঃ আবুল হোছাইন,নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, ঘুমধুম ইউনিয়নে,চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজলসহ বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনও ইসমাত জাহান ইতু বলেন, এবছর উপজেলায় ৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে’। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেই স্বার্থে পুলিশ,বিজিবি ও আনছার মাঠে থাকবে।