নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগদান করে দেশের সেবা করার জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর ইয়াসিন আজিজ,,একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হয়ে সেবাদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রধান করেন ।
এ সময় মেধাবী ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ বৃদ্ধিতে,শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।