নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা।সদ্য পলাতক জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লার আস্থাভাজন ছিলেন। এই চেয়ারম্যান প্রভাব বিস্তার করে,সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প ও টেন্ডার বাজিতে ছিলেন সিদ্ধহস্ত। থানচি উপজেলার সকল কাজের নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে গড়ে তুলেছে সিন্ডিকেট। আওয়ামিলীগ সরকারে ১৬ বছরে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।
নির্বাচনি হলফনামায় তথ্য মতে জানা যায়, ২০১১ সালে থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রার্থীর হলফনামায় উল্লেখ্য করেন তার পরিবারের স্বর্নলংকার,ফার্নিচার,নগদ টাকা,স্থাবর অস্থাবর সম্পদের পরিমান ছিল মাত্র ৬ লক্ষ টাকা। নির্বাচনের বিপুল ভোটের ব্যবধানের মৌজা হেডম্যান মাংসার ম্রো নিকট হেরে যান।
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে হলফনামা উল্লেখ্য করেন,পরিবারের সম্পদের পরিমান ৮ লাক্ষ টাকা। নির্বাচনে পরাজিত হোন। পরাজিত হওয়ার উপহার হিসেবে।পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালে ফের উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহন করেন। সম্পদের হিসাব বিবরণীতে সম্পদের পরিমান ৮ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা উন্নীত হয়। নির্বাচিত হওয়ার পর ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে,প্রতি মাসের ৪০ হাজার টাকা সম্মানি ভাতা গ্রহন করেন তিনি। ২০২৪ সালে উপজেলা পরিষদের নির্বাচনের অংশ নিলে হলফনামায় নামায় সম্পদের পরিমাণ দেখান ১ কোটি ৮৬ লক্ষ ২৩ হাজার টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, থানচি আলিকদম সড়কে ২৮ কিলো নামক স্থানে অংপুং ম্রো ও রুমবেত ম্রো দুই গ্রামের ৬০ পরিবারের উপকারভোগী দেখিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি কার্যালয় হতে ২০১৯ সালে মোট ২৭ লক্ষ টাকার বরাদ্ধ নিয়ে প্রায় ৩০ একর পাহাড়ী জমি অবৈধ উপায়ে দখল করে ঝিড়িতে বাঁধ নির্মান ও ফলজ্য বাগান বাড়ী করেছেন। সাবেক উপজেলার চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা ও তার ছোট ভাই থোয়াইপ্রু অং মারমা,দখলকৃত জমিটি বর্তমানে বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা হবে বলে স্থানীয়রা ধারনা করছেন।
অনুসন্ধানের জানা যায়,থানচি বাজারে আওয়ামী লীগের কার্যালয়ের মূখে একটি দোকানের প্লট ৬০ লক্ষ টাকা স্থানীয় রুপক চৌধুরী নিকট থেকে ক্রয় করেন। বর্তমান দোকানটির বাজার মূল্য দেড় কোটি টাকা বলে ধারনা করেছেন অনেকে। থানচি সদর ইউনিয়নের আমতলী পাড়া ১০ শতক পাহাড়ী জমি ক্রয় করে ২০২২ সালে জমিতে পাহাড় কেটে মাটি বিক্রি করার প্রমান পাওয়ায় পরিবেশ অধিদপ্তর বিভাগের মামলা করেন তার বিরুদ্ধে।বর্তমানে সে জমির বাজার মূল্য এক কোটি টাকা হবে বলে ধারনা করেছেন স্থানীয়রা। বলিপাড়া ইউনিয়নের ভরট চাকমা পাড়া ১০ একর জায়গার উপর ফলজ্য বাগানের মূল্য বর্তমানে এক কোটি টাকা ধারনা করা হচ্ছে।
এছাড়াও বান্দরবান জেলা সদরে লেমুঝিড়ি বৌদ্ধ বিহারের সামনের ৫০ শতক জায়গা কিনেছেন এক কোটি টাকা দিয়ে,শহরের উজানি পাড়ায় মরহুম খোকন মাস্টার হতে ১০ শতক জায়গা কিনেন দেড় কোটি টাকা দিয়ে। মধ্যম পাড়া একটি ফ্ল্যাট কিনেন ৭০ লক্ষ টাকায়।
থানচি ভাত ঘর রেস্টুরেন্ট স্বত্তাধীকারী আবদুল কাদের বলেন, আমি সাবেক চেয়ারম্যানের স্ত্রী হ্লামেচিং নিকট ৫ বছরের জন্য ভাড়া নিয়ে হোটেল ব্যবসা করিতেছি। মাস শেষে চেয়ারম্যানের ছোট ভাই থোয়াইপ্রু আমার থেকে ভাড়া নিয়ে যায়।
জনমনে প্রশ্ন হচ্ছে বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবে প্রতি মাসে ২৫ হাজার টাকা সম্মানি ভাতা হলে ৫ বছরে মোট দেড় কোটি টাকা সে গ্রহন করেন। থানচি উপজেলা পরিষদে প্রতি মাসের ৪০ হাজার হলে ৫ বছরে দুই কোটি ৪০ লক্ষ টাকা। ১০ বছরে ৩ কোটি ৯০ লাক্ষ টাকা সরকারীভাবে গ্রহন করেন তিনি।
তার ঘনিষ্ঠ এক আত্বীয় নাম প্রকাশ না করার শর্তে জানান , পরিবারে তার মাসিক খরচ ৬০ হাজার টাকা কারণ তিনি জেলা পরিষদের সদস্য থাকার সময় পাজারো গাড়ির তৈল,ভাড়া,ড্রাইভার বেতনসহ খরচ হয়েছে বলে দাবী করেন। ২০১৪ থেকে ১৮ পর্যন্ত তার বৈধ আয় দেড় কোটি তার খরচ ৩ কোটি ৬০ লক্ষ টাকা। ২০১৮ হতে ২০২৪ সাল পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে থাকার কালীন সময়ের তার মাসিক খরচ ১ লক্ষ টাকা হলে ৪০ হাজার টাকা সম্মানি ভাতা পেয়ে অতিরিক্ত ৬০ হাজার টাকা খরচ হয়েছে তার।
তিনি এতো সম্পদের মালিক হলেন কি করে! এমনি প্রশ্ন থানচি উপজেলাবাসীর,তদন্তের মাধ্যমে আওয়ামিলীগ সরকারের সবচেয়ে সুবিধা ভোগী এই দূর্নীতিবাজ চেয়ারম্যানের শাস্তি নিশ্চিত হোক এমনটা দাবি এলাকার সচেতন মানুষের।
চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা বলেন,এই সকল তথ্য সম্পূর্ণ মিথ্যা বানোয়াট রাজনৈতিক ভাবে আমাকে হয়রানি করা এবং আমার ব্যক্তিগত ইমেজে ক্ষতিগ্রস্ত এবং আমার সন্মানবহানি করার জন্য এই সকল বানোয়াট তথ্য উপস্থাপন। যারা এতথ্য দিয়েছে তাঁরা তাদের স্বার্থ হাসিলের জন্য এই সকল বানোয়াট তথ্য আমার বিরুদ্ধে বলছেন।এই বিষয়ে আমি তিব্র প্রতিবাদ জানায়।


