নিজস্ব প্রতিবেদকঃ গোপালগঞ্জে পিতার কবর জিয়ারত করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ির বহরে হামলার প্রতিবাদে (১৪ সেপ্টেম্বর) শনিবার বিকেলে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অলী হায়দার বাবলুর নেতৃতে বিশাল বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হায়দার বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ তঞ্চঙ্গ্যা, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মোহন, রেজাউল করিম সোহেল, এমরান তালুকদার, ইমরান হোসেন বাচ্চুসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন অর রশিদ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুর রহমান রুবেল, সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
উল্লেখ্য: (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় গোপালগঞ্জে পিতার কবর জিয়ারত করতে যাওয়ার পথে উপজেলা ঘোনাপাড়া মোড়ে এ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর গাড়ির বহরেদেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায় স্থানীয় আওয়ামিলিগ নেতাকর্মীরা এসময় হামলায় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার নিহত হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ সাংবাদিক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গুরুতর আহত হয়। অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।
এর জেরে সারাদেশের বাংলাদেশ জাতীয়তা বাদী সেচ্ছাসেবক দল বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছেন তারই জেরে বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।


