নিজস্ব প্রতিবেদকঃ (৯ সেপ্টেম্বর ) সোমবার সকালে রুমা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা প্রশাসক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন সেই বক্তব্যে তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন অনিয়ম ও দূর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না এবং দূর্নীতির বিরুদ্ধে সকল দায়িত্বশীল ব্যক্তিদের কঠোর অবস্থানে থাকতে হবে।
প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদেরকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে পড়াশোনা জোরদার করতে হবে। শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে কোনো প্রকার অনিয়ম গ্রহন যোগ্য না। এছাড়াও শিক্ষা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
সভা শেষে তিনি রুমা থানা, সরকারী উচ্চ বিদ্যালয়, বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন দপ্তরে পরিদর্শন করেন।