1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবান জেলা পরিষদের নিয়োগ বাণিজ্য নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল এর ভিডিও বার্তা - paharkantho
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে সাংবাদিকদের সথে এনসিপির নবগঠিত কমিটির মতবিনিময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান জেলা পরিষদের নিয়োগ বাণিজ্য নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল এর ভিডিও বার্তা

আরাফাত খাঁন
  • প্রকাশিতঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য নাইক্ষ‍্যংছড়ি উপজেলা থেকে অপসারিত উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমদ,নিজের ব্যক্তিগত ফেইবুক আইডি থেকে, ৪ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও বার্তার মাধ্যমে পার্বত্য জেলা পরিষদের নিয়োগ বাণিজ্য নিয়ে কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, স্বৈরাচারী সরকারের আমলে জেলা পরিষদ টা কারো না কারো বাপ দাদার সম্পত্তি ছিল। প্রাথমিক বিদ্যালয় একটি জাতি গঠনের মাধ্যম কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের সময় সব চেয়ে বেশি তেলসমতি কাজ করেছে জেলা পরিষদ।

২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত জনাব শফি উল্ল্যা সাহেব যত জন নিয়োগ করেছেন তিনি প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে ১০ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন। এই নিয়োগ বাণিজ্যর মাধ্যমে অপদার্থ শিক্ষকও নিয়োগ দেয়া হয়েছে যারা কিছুই জানেন না,পড়ালেখা জানেনা। নিয়োগ পরীক্ষার আগের দিন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা সাহেবের হাতে পায়ে ধরে প্রশ্ন পত্র নিয়ে আসতেন জনাব শফি উল্ল্যা সাহেব, সেইরকম একটি প্রশ্ন আমার হাতে আছে যা আমি আপনারা চাইলে দিতে পারি আপাতত আমি দিচ্ছিনা কারণ ওই নিয়োগ পরীক্ষায় অনেকেই মেধা দিয়ে টিকেছেন।

কিন্তু যারা টাকা দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পেয়েছেন তারা শিকার করুন কত টাকা কাকে দিয়ে নিয়োগ পেয়েছেন না হয় আমি আপনাদের ছবি সহ প্রকাশ করতে বাধ্য হবো এবং এটাও বলছি যদি আপনি মেধার মাধ্যমে আসেন আপত্তি নেই কিন্তু টাকার মাধ্যমে যেইসব অপদার্থ শিক্ষক নিয়োগ দিয়েছেন “সৈফুল্লা সাহেব” তাদের থেকে নুতন ভাবে আবার নিয়োগ পরীক্ষা নেয়ার জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্টদের কাছে। যদি তারা সত্যিকারের মেধা দিয়ে নিয়োগ পেয়ে থাকে অবশ্যয় তারা আবার নিয়োগ পাবে। তাতে আমার কোনো আপত্তি নেই যদি টাকার বিনিময়ে নিয়োগ পেয়ে থাকে তাইলে একটা জাতিকে তো ধ্বংস করা যায়না।

 একটা স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ কখনও এটা মেনে নেবেনা। যারা যারা নিয়োগ পেয়েছেন দয়া করে আপনারা বলুন কত টাকার মাধ্যমে কাকে দিয়ে আপনারা নিয়োগ পেয়েছেন এবং যারা মেধা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও টাকা দিয়ে নিয়োগ পেতে হয়েছে দয়া করে আপনারা প্রকাশ করুন। আপনার গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা পদক্ষেপ নিবো ওই নিয়োগ বাণিজ্যর সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে।

তিনি নিজের সর্ম্পকে বলেন,আমি ২০১০,২০১১,২০১২ সালে জেলা পরিষদের নিয়োগ কমিটির সদস্য ছিলাম,সেই সময় আমি লামা উপজেলা চেয়ারম্যান মরহুম ইসমাইল সাহেব ও আলীকদম উপজেলার চেয়ারম্যান আবুল কালামের অনুরোধে নাইক্ষ‍্যংছড়ি সহ তিন উপজেলার দায়িত্ব পালন করেছি আমার আমলে যারা এই তিন উপজেলায় নিয়োগ পেয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাদের বিনয়ের সাথে বলছি আমাদের বিরুদ্ধে কোনো ধরণের দুর্নীতির ও কারো থেকে টাকা নেয়ার প্রমাণ দিতে পারলে আপনারা যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নিবো।

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a