রুমা প্রতিনিধিঃ বান্দবানের রুমা উপজেলায় সমাজসেবা কার্যালয়ের সেবা সম্পর্কিত অবহিতকরন সভা, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষন এবং জটিল রোগীদের চিকিৎসার জন্য নদগ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অত্র উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং সংবাদ কর্মীদের উপস্থিতিতে উক্ত কার্যক্রম পরিচালনা করে রুমা সমাজ সেবা কার্যালয়।
এ সময় অত্র কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম যেমন, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধি ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যান্সার কিডনি লিভার সিরোসিস কার্যক্রমে অনুদান সহ আরও কিছু কার্যক্রম তুলে ধরা হয়। একই সাথে ২০২৩-২০২৪ অর্থবছরে সকল কার্যক্রমের ব্যয়ের পরিমাণ উল্লেখ পূর্বক অবহিত করা হয়। সভা শেষ থুইসাচিং মার্মা (৫৫) নামের এক দরিদ্র ক্যান্সার আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকা অর্থ অনুদান প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মিল্টন মুহুরী, উপ পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, ডা: মো: আবদুল্লাহ আল হাসান, রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মো: জাফর ইকবাল, পরিদর্শক (তদন্ত), রুমা থানা প্রমুখ ব্যবক্তিবর্গ।