নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সমর্থিত,চেয়ারম্যান উক্যনু মারমার পদত্যাগের দাবিতে জন সাধারণের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়।
এ-সময় সুয়ালক ইউনিয়নের জনসাধারণ,ছাত্র সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধি’রা দাবি করেন, গত নির্বাচনে উক্যনু মার্মাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিয়েছেন। তাদের ধারণা ছিল সে নির্বাচিত হওয়ার পর সকল শ্রেনী পেশার জনসাধারণের জন্য কাজ করবে কিন্তু নির্বাচনের পর দেখা গেলো তার আসল রূপ সে হয়ে উঠলো আওয়ামীলিগ প্রন্থী চেয়ারম্যান,আওয়ামীলিগ নেতাদের সাথে ব্যবসা বাণিজ্য একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য আওয়ামীলীগ সেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতা কর্মীদের নিয়ে গড়ে তুলেন সিন্ডিকেট। সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম দুর্নীতি চালিয়ে গিয়েছেন।
এর আগেও ২০২২ সালে নির্বাচিত হওয়ার কিছুদিন পর তার বিরুদ্ধে ভুয়া কাগজ পত্র দেখিয়ে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র করে দেওয়া, আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে ব্যাপক অর্থ বাণিজ্য, রাতের আধারে পাহাড় কাটায় সহযোগিতা, ভূমি জবর দখলসহ ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে মানববন্ধন করে ৪ নং সুয়ালোক ইউনিয়নের জনসাধারণ। আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীদের কাছের লোক হওয়ায় তখন তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়নি বলে জানা যায়।
সূত্রের তথ্যমতে ইতিমধ্যে বান্দরবান জেলা আওয়ামিলীগ নেতাদের সাথে একটি মামলার আসামি চেয়ারম্যান উক্যনু মার্মা। মামলা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদ্বির করেছেন বলেও জানা যায়।
সুয়ালক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ দাবি দ্রুত এই দুর্নীতিবাজ চেয়ারম্যানকে অপসারণ করা উচিত। এবং প্রশাসক নিয়োগের মাধ্যমে জনসাধারণের সেবা গতিশীল রাখা দাবি জানান।