নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু বিওপি’র বিশেষ টহল দল মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন বাংলাদেশী পন্য জব্দ করেন।
সোমবার (২৬ আগষ্ট) নাইক্ষ্যংছড়ি’র আওতাধীন তুমব্রু বিওপি থেকে পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পাহাড় পাড়া নামক স্থান থেকে দেশীয় সয়াবিন তেল চল্লিশ লিটার ও থ্রি পিস কাপড় ৬০ পিস বিওপি’র বিশেষ টহল দল মিয়ানমারে পাচারের দায়ে মালিক বিহীন অবস্থায় জব্দ করা হয়।জব্দকৃত মালামাল বিওপি’র হেফাজতে রয়েছে এবং বালুখালী কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। সীমান্ত জুড়ে অবৈধ চোরাচালান এবং আবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করে আসছে।


