শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে একদিনের ব্যবধানে পাহাড় থেকে কঙ্কাল, নদী থেকে মরদেহ উদ্ধার আরাকান আর্মি কৃতক মংডু দখল, নাফ নদীতে নৌ চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু শহর দখলের দাবি আরাকান আর্মির  ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ টু আখাউড়া বুধবারে শীত ঢুকতে না ঢুকতেই পর্যটকে ভরপুর রাঙ্গামাটি থানচিতে রোকেয়া দিবসে সফল নারী নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা বান্দরবানে নারী ও মেয়ে শিশুদের প্রতি সহিংসতা রোধে গোলটেবিল বৈঠক বান্দরবানের প্রতিটি গ্রাম আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করেছে: সাচিং প্রু জেরী খাগড়াছড়িতে ঘরে ঢুকে মাথায় আঘাত করে গৃহবধূকে হত্যা
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

থানচিতে দুই নিখোঁজ শিক্ষার্থীদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার

রেমবো ত্রিপুরা
  • প্রকাশিতঃ সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৩১৫৪ জন নিউজটি পড়েছেন

থানচি প্রতিনিধি:বান্দরবানের থানচিতে তিন্দু ইউনিয়নের পদ্ম খাল সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার সাত দিন পর একজনের মরদেহ পাওয়া গেছে।

সোমবার (০৮ জুলাই) দুপুরে থানচি বলিপাড়া ইউনিয়নের ক্রংক্ষ্যং পাড়ার নিচে সাঙ্গু নদী সংলগ্ন শিলাঝিড়ি মুখ এলাকায় পাড়ার মেয়েরা নদীতে মাছ ধরতে গেলে সেখানে অজ্ঞাত পরিচয় একজনের মরদেহ পরে থাকতে দেখতে পায়। তাৎক্ষণিক লোকজনের কাছে খবর দিলে পাড়াবাসীরা প্রথমে পুলিশের কাছে বিষয়টি অবগত করেন। পরে নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থী অভিভাবকদেরও খবর দেয়া হয়।

এই নিয়ে টিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আগষ্টিন ত্রিপুরা বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহ সন্ধানে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লাশটি গত ১ তারিখে নৌকা ডুবে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়া দুই স্কুল শিক্ষার্থীদের মধ্যে শান্তিরানী ত্রিপুরা (১১) লাশ। আমি নিশ্চিত করে বলতে পারি লাশটি শান্তিরানী ত্রিপুরার।

থানচি থানা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, অজ্ঞাতপরিচয় মরদেহর সন্ধানের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। তবে সাঙ্গু নদীতে নৌকা ডুবি নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থীদের একজনের লাশ বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

উল্লেখ্য, গত ০১ জুলাই পদ্ম খাল সংলগ্ন চিংড়ি ঝিড়ি এলাকায় নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। তাঁরা হলেন, ফুলবানী ত্রিপুরা (১০) তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র পাড়া নিলাপ্রু ত্রিপুরা’র মেয়ে। অপর জন মুতিজন ত্রিপুরার মেয়ে শান্ত্রিরানী ত্রিপুরা (১১) তাঁরা একই পাড়ার বাসিন্দা। ফুলবানী ত্রিপুরা টিমং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী। অপরজন শান্তিরানী ত্রিপুরা হানারাং পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ছিল।

নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ৭দিন পর আজ দুপুরে শান্তিরানী ত্রিপুরার লাশ উদ্ধার করা গেলে ও। এখনো সন্ধান মেলেনি ফুলবানী ত্রিপুরার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!