থানচি প্রতিনিধি: শুক্রবার (২১ জুন) অনুমানিক রাত ৯টা সময় জীবন নগর এলাকায় একটি টাইলস ভর্তি থানছি গামী মালবাহী ট্রাক খাদে পড়ে একজন নিহত ও চার জন আহত হয়।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অনুমানিক ৫শত ফুট নিচে খাদে পড়ে যায়। গাড়ীতে ড্রাইভারসহ মোট ৫ জন লোক ছিল বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয় ও ঘটনা স্থল থেকে ১ জনের মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
পরে হাসপাতাল সূত্রে আহত ও নিহতদের নাম পরিচয় পাওয়া যায়। আহতরা হচ্ছে সাতক্ষীরার মোঃ শামসুল হক এর ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩৮),একই এলাকার মোঃ হাসান বাবুর্চির ছেলে মোঃ শাহাদৎ হোসেন (৩৮),ও অশোক মন্ডল এর ছেলে অনুপম মন্ডল (২৮),শ্যামনগর, সাতক্ষীরার এর মৃত সোনাগাজী মিয়ার ছেলে আশরাফ উদ্দিন(৪২),নিহত একজন একই এলাকার মোঃ দুলাল ফকির।
আহত সদস্যদের মধ্যে ২ জন ব্যক্তি গুরুতর আহত হওয়ায়। উন্নত চিকিৎসার জন্য বান্দরবান হতে চট্টগ্রামের নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়।


