Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে সন্ত্রাসী কায়দায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা।

রেমবো ত্রিপুরা
আপডেট : June 10, 2024
Link Copied!

থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে প্রকল্প খাতে কর্মরত কর্মচারী ও তার সাঙ্গপাঙ্গরা সন্ত্রাসী কায়দায় সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠছে।

জানা যায়, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কার্যালয়ে প্রকল্প খাতে কর্মরত এক কর্মচারী ও তাঁর সাঙ্গপাঙ্গরা সন্ত্রাসী কায়দায় দৈনিক বাংলাদেশ টু ডে উপজেলা প্রতিনিধি সুজন ভট্টাচার্য (৩৮) নামে এক সাংবাদিককের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আঘাত করে। হামলার স্বীকার ঐ সাংবাদিককে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

এই নিয়ে হামলার স্বীকার দৈনিক বাংলাদেশ টু ডে উপজেলা প্রতিনিধি সুজন ভট্টাচার্য বলেন, উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কার্যালয়ে প্রকল্প খাতে কর্মরত কর্মচারী এই এলাকার মৃত বিমল কর্মকার (বিমল কারিগর) ছেলে শিমুল কর্মকার (২৭) ও তার সাঙ্গপাঙ্গরা শনিবার রাতে আমার উপর চড়াও হয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। কেন এবং কি কারনে তাঁরা আমার উপর হামলা চালালো আমি জানি না। এই ঘটনায় আমি খুবই আতঙ্কে আছি, ভবিষ্যতে আমার জীবনের কোন নিরাপত্তা নেই। তাই আমি হামলাকারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিবো।