নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানে ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মাইকেল বনিক, এএসআই নুর আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ২০ লিটার মদ উদ্ধার করেন।
বুধবার (৪জুন) জেলা সদরের স্টেডিয়াম এলাকার পার্শ্বে কতিপয় লোক মদ ক্রয় বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিতক্ত অবস্থায় ২০ লিটার মদ উদ্ধার করে।
অভিযানেরসময়মাদক বিক্রেতা কতিপয় ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে বান্দরবান সদর থানায় সাধারন ডায়েরী করা হয়েছে বলে জানায় ২ এপিবিএর এর প্রেস বিজ্ঞপ্তিতে।