নিজস্ব প্রতিবেদক: ৩০ মে রোজ বৃহস্পতি বার বাংলাদেশ জাতীয়তা বাদী দল বি এন পির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন করেন জাতীয়তা বাদি দল বিএনপি বান্দরবান জেলা শাখা।
এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী,আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সাবেক সভাপতি ছাত্র দল ও স্বেচ্ছাসেবক দল বান্দরবান জেলা ,আবুল হাসেম সভাপতি বান্দরবান জেলা মৎস্যজীবী দল। আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আলী হায়দার বাবলু। পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আশরাফুর রহমান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ওসমান গনি।
অনুষ্ঠানে উপস্থিত প্রধান অথিতি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সাচিং প্রু জেরী বলেন বিএনপির সুদিন আসছে খুব শীঘ্রই আমাদের সবার একসাথে ঐক্য হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বিএনপির বান্দরবান জেলা কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।