Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক 

আরাফাত খাঁন
আপডেট : April 26, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: লামা উপজেলার রূপসীপাড়া ইউপির নাইক্ষ্যংমূখ বাজার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় সেনাবাহিনীর অভিযানে দেশি অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক।

২৬ এপ্রিল (শুক্রবার) লামার রূপসীপাড়া ইউনিয়নের দূর্গম নাইক্ষ্যংমূখ বাজার থেকে

একটি দেশীয় বন্দুকসহ জুয়েল ত্রিপুরা(২৮) নামের এক সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। আটককৃত সন্ত্রাসী জুয়েল লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার অনজাহা ত্রিপুরার ছেলে।

স্থানীয় বাজার ব্যবসায়ীদের তথ্যমতে, সশস্ত্র একটি সন্ত্রাসী দল বাজারে চাঁদা আদায় করছিল এ সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহল টিম অভিযান চালায়। এ সময় জুয়েল ত্রিপুরা নামের এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়। আটককৃত সন্ত্রাসী জুয়েল ত্রিপুরাকে পুলিশে সোপার্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ বলেন, আটক কৃত ব্যক্তির বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় মাধ্যমে মামলা রুজু হয়েছে।